কৃষি গুচ্ছের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকৃত সব শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে চায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। তবে বিষয়টি অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নির্ভর করছে।
নাম প্রকাশ না করার শর্তে শেকৃবির ভর্তি সংশ্লিষ্ট এক কর্মকর্তা বৃহস্পতিবার (২ জুন) রাতে কৃষি গুচ্ছে সিলেকশন বৃদ্ধি নিয়ে কথা বলেন।
ওই কর্মকর্তা বলেন, আমরা আবেদনকৃত সব শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে চাই। তবে এটি আমাদের একার সিদ্ধান্ত না। আমরা ছাড়াও কৃষি গুচ্ছে আরও ৭টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তাদের মতামতের ওপর এটি নির্ভর করছে।
তিনি বলেন, গত বছরও আমরা অধিক সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে চেয়েছিলাম। তবে সেটি সম্ভব হয়নি। এবার যেহেতু আমরা ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছি সেহেতু এবার অধিক সংখ্যক শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ করে দিতে যথাসাধ্য চেষ্টা করবো।
ওই কর্মকর্তা আরও বলেন, আপনারা (প্রতিবেদক) কৃষিভুক্ত অন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের শিক্ষার্থীদের দাবির বিষয়টি জানান। কেননা অন্য বিশ্ববিদ্যালগুলোর সিদ্ধান্তও অনেক জরুরি। আমরা একা কোনো সিদ্ধান্ত নিতে পারি না।
প্রসঙ্গত, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় সিলেকশন বাতিল অথবা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ভর্তিচ্ছুরা। তারা বলছেন, ২০২০ ও ২০২১ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞানের প্রায় আড়াই লাখ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সেখানে কৃষি গুচ্ছে মাত্র ৩৪ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষার সুযোগ পাবে। ফলে অসংখ্য শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুগো বঞ্চিত হবে। এই অবস্থায় সিলেকশন বৃদ্ধি অথবা একাধিক শিফটে ভর্তি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন তারা।