ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় এলএসডি মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। জব্দ মাদকের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা।
বুধবার (২ অক্টোবর) মিরপুর উপজেলার অন্তর্গত গোবিন্দপুর হাইওয়ে রোড এলাকায় বাসে তল্লাশি চালিয়ে এ মাদক জব্দ করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, গোপন তথ্য ছিল বুধবার বেলা আড়াইটার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে এলএসডির চালান রাজশাহী আসছে। এর পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল মিরপুরের গোবিন্দপুর হাইওয়ে রোডের ওপর অবস্থান নেয়। বাসটি সেখানে বিজিবির টহলদল সেটি থামিয়ে তল্লাশি করে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, এ সময় ৫০ এমএলের ২০ বোতল ভারতীয় এলএসডি পাওয়া যায়। এর আনুমানিক বাজারমূল্য দশ কোটি চল্লিশ লাখ টাকা। তবে এই বিপুল অংকের মাদক জব্দের ঘটনায় কেউ আটক হয়েছে কিনা সে বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। উদ্ধারকৃত এলএসডির ব্যাপারে বিধি অনুযায়ী মিরপুর থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।