ডেস্ক রিপোর্ট: দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চল থেকে ২৭ রুশ সেনাকে আটক করার দাবি করেছে ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
এক প্রতিবেদনে রাশিয়ার সংবাদমাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানায়।
এক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, আটক সেনারা রাশিয়ার বিভিন্ন অঞ্চল ও দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের বাসিন্দা। এর আগে গত বছর ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা কুরস্ক থেকে রাশিয়ার সাত শতাধিক সেনাকে আটক করেছে।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে রাশিয়া ইউক্রেনের ১১টি অঞ্চলে ৫৫টি ড্রোন পাঠিয়েছিল। এর মধ্যে তারা ৩৪টি ড্রোন ভূপাতিত করেছে। বাকি ২১টির মধ্যে ১৮টি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।