The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪

কুরআন দিয়ে নবীণ শিক্ষার্থীদের বরণ করল বেরোবির দাওয়াহ্ সোসাইটি

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্নাতক (সম্মান ) প্রথম বর্ষের (২০২৩-২০২৪ সেশন) বাইশ বিভাগের প্রায় এক হাজার শিক্ষার্থীদের অর্থসহ কুরআন, ফুল, চাবির রিং, টি-শার্ট এবং কলম দিয়ে বরণ করে নিয়েছে বেরোবির দাওয়াহ সোসাইটি।

রোববার (২৪ নভেম্বর) দুপুর আড়াই টায় বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্মারক মাঠে নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেন ।

এসময় শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তিনি বলেন,আবু সাঈদ যেন ন্যায়বিচার পান। সবাই আবু সাঈদের জন্য দোয়া করবেন।

নবীন শিক্ষার্থী সুরাইয়া বলেন , এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে । ডিপার্টমেন্টে থেকে আমাদের বরণ করে নিয়েছে কিন্তু এমন কেন্দ্রীয় ভাবে বরণ করা হয়নি৷ সব বিভাগের শিক্ষার্থীদের একসাথে বেরোবি দাওয়াহ সোসাইটি আমাদের বরণ করে নিয়েছে এটা খুব ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় এসে অনেক শিক্ষার্থী খারাপ পথে চলে যায় । এমন ইসলামিক অনুষ্ঠান এবং অর্থসহ কোরআন দেওয়ায় আমরা এখান থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারব৷ অনেকে বিশ্ববিদ্যালয় পড়ে কিন্তু কোরআন সম্পর্কে কোন ধারণা নেই। সেক্ষেত্রে বাংলা অর্থসহ কোরআন দেয়া ভালো উদ্যোগ বলে মনে করছি।

নবীন বরণ অনুষ্ঠানে আসা সনাতন ধর্মাবলম্বী অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থী অর্ণব রায় বলেন,আমি মনে করি জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই মানুষ এটি আমাদের সবচেয়ে বড় পরিচয়।এই ধরনের বড় একটি আয়োজনের অংশ হিসেবে হতে পেরে ভালো লাগছে।

বাংলাদেশ দাওয়াহ সার্কেলের নির্বাহী পরিচালক হাফেজ মুজাহিদুল ইসলাম বলেন,দুনিয়ার সফলতায় আসল সফলতা নয়। কুরআনের আয়াতের উল্লেখ করে বলেন,যদি কেউ পৃথিবীতে সফলতা অর্জন করতে চান তাহলে ফজরের নামাজের পর দুনিয়াতে রিজিকের তালাশ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোখতার আহমেদ নবীন শিক্ষার্থীদের উদ্দশ্যে বলেন, যে জ্ঞান অর্জন করা ফরজ সেটি আপনারা তুচ্ছতাচ্ছিল্য করবেন না। বিশ্ববিদ্যালয়ে যে নীল সংস্কৃতি আসে এগুলো পরিত্যাগ করুন।ফিজিক্যাল মাদবদ্রব্য তো এখন প্রকাশ্যে। এগুলো যারা তৈরি করেছে তাদের প্রত্যাখ্যান করেন।

দাওয়াহ সোসাইটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বায়েজিদ সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোখতার আহমেদ।এছাড়াও বাংলাদেশ দাওয়াহ সার্কেলের নির্বাহী পরিচালক হাফেজ মুজাহিদুল ইসলাম, ইন্জিনিয়ারি ইমরুল কায়েস পরাগ, বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব আব্দুর রকিব প্রমুখ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.