ডেস্ক রিপোর্ট: আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৩ পরীক্ষার্থী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কুয়েটের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন উপচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।
উপচার্য জানান, এক হাজার ৬৫ আসনের বিপরীতে এ বছর ২৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। কুয়েটসহ মোট ১১টি ভেনুতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এ বছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেবে।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সংক্রান্ত কামটির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।