কুবি প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর ও অন্যান্য ছুটি শেষে আগামীকাল রোববার (৭ মে) খুলছে কুমিলা বিশ্ববিদ্যালয় (কুবি)। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি-কার্যক্রম সকাল ৯.০০টা থেকে শুরু হয়ে বিকাল ৫.০০টা পর্যন্ত চলবে এবং সকল দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো.আমিরুল হক চৌধুরী।
এদিকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য চলাচলকারী পরিবহনগুলো (বাস-মিনিবাস-মাইক্রো) পূর্বের নির্ধারিত (রমজানের আগের) সময়সূচি অনুযায়ী বিভিন্ন রুটে চলাচল করবে বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদ জুয়েল।
প্রঙ্গগত, গত মাসের ১০ তারিখ হতে এ ছুটি শুরু হয় এবং শেষ হয় ৬ মে (শনিবার) । শিক্ষার্থীরা এ বছর মোট ২৫ দিনের ছুটি পেয়েছে। অন্যদিকে ১৬ দিনের ছুটি পেয়েছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।