The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

কুবি শিক্ষার্থীদের অভিনব কর্মসূচি পালন

কুবি প্রতিনিধি : বই পড়ে আধা বেলা অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার · বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা, বহিষ্কার আদেশ প্রত্যাহার, প্রক্টরের অপসারণ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই অভিনব কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০ টায় প্রসাশনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বিভিন্ন কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্পগ্রন্থ, কবিতা আবৃত্তি এবং গানের মাধ্যমে এ কর্মসূচির পালন করে। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে প্রধামন্ত্রী শেখ হাসিনা লেখা শেখ মুজিব আমার পিতা, এস এম জাকির হোসেন লেখা আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকবরী ও বিসর্জনসহ দেশবরণ্য বিভিন্ন লেখকের বই পড়ে প্রতিবাদ জানাই।

আন্দোলনের মুখপাত্র রসায়ন বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে কিন্তু আমরা কোন কার্যকর পদক্ষেপ কিংবা আশ্বাস পাইনি। যতদিন দাবি আদায় না হবে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। আমরা আশা করছি উপাচার্য মহোদয় আমাদের যৌক্তিক দাবী সমূহ অতি শীগ্রই মেনে নিবেন।

পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান জেরিন বলেন, বিশ্ববিদ্যালয় একটি শিক্ষাঙ্গন। এভাবে বহিরাগত কতৃক শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে। আমাদের আজকের আজকের কর্মসূচি হল পাঠ চক্রের মাধ্যমে প্রশাসনের কাছে বার্তা দেয়া যে আমরা বই নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের নিরাপত্তা নেই। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী এবং উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আব্দুল মঈনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.