কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা এবং একই সাথে প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।
তাদের দাবি, প্রশাসন এবং প্রক্টরের ইন্ধনের কারণেই পুলিশ ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করার সাহস পেয়েছে। এ কারণেই তাঁরা প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা ও প্রক্টরের অপসারণ দাবি করেন।
আন্দোলনে লাবিবা ইসলাম বলেন, আমরা এখন থেকে প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা করলাম। পাশাপাশি প্রক্টরের অপসারণ চাই।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, এখানে আমার কোন ইন্ধন নেই। হামলার ব্যাপারে আমি কিছু জানিনা। আমার কনসার্নেও ছিল না।
এর আগে দুপুর ২টায় প্রক্টরের উপস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ। এরপর আন্দোলন আরও তীব্র হয় এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।