কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে নিরাপত্তা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বহিরাগত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
২০ অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অদ্য (২০.১০.২০২৪) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিজস্ব যানবাহন ব্যতীত, বহিরাগতদের যেকোনো ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হলো।’
বিজ্ঞপ্তিতে নির্দেশনাটি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।