কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করবেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. নাহিদা বেগম।
বুধবার (৫ ফেব্রুয়ারী) রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
শারীরিক অসুস্থতাজনিত কারণে প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম ৫ ফেব্রুয়ারী থেকে ৩ মার্চ পর্যন্ত ছুটিতে থাকবেন।
উল্লেখ্য, ছুটিকালীন সময়ের জন্য ড. নাহিদা বেগম ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করবেন।