The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

কুবিতে সংবাদকর্মীদের পঞ্চম দিনের মতো অবস্থান, অনড় প্রশাসন

কুবি প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ও ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ইকবাল মনোয়ারকে আইনবহির্ভূত বহিষ্কার প্রত্যাহারের দাবিতে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন তারা।
অবস্থান কর্মসূচিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি এবং সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের নেতৃত্বে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস, দৈনিক শেয়ার বীজের প্রতিনিধি শাহীন আলম,মানবকণ্ঠের প্রতিনিধি জুবায়ের রহমান দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. হাবিবুর রহমান, মানবজমিনের প্রতিনিধি সাঈদ হাসান, ভোরের ডাক প্রতিনিধি রকিবুল হাসান, দৈনিক আনন্দবাজারের প্রতিনিধি চাঁদনী আক্তার, দেশ রূপান্তরের প্রতিনিধি নাঈমুর রহমান রিজভী, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মানসুর আলম, আমাদের নতুন সময়ের প্রতিনিধি হাসান আল মাহমুদ, আজকের দৈনিকের প্রতিনিধি তুষার ইমরান,বাংলাভিশনের প্রতিনিধি মুরাদুল মুস্তাকিম, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি মোহাম্মদ রাজীব, রাইজিং বিডি প্রতিনিধি হেদায়েতুল ইসলাম নাবিদ, অধিকারপত্রের প্রতিনিধি জাহিদুল ইসলাম ও ডেইলি দর্পনের প্রতিনিধি হোসাইন মোহাম্মদ ।

প্রসঙ্গত, গত ৩১শে জুলাই উপাচার্যের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করায় ২ আগস্ট সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ও যায়যায়দিনের প্রতিনিধি ইকবাল মনোয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.