কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র বিতর্ক সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে ও নবীন শিক্ষার্থীদের সংগঠনের সদস্য হিসেবে যুক্ত করার উদ্দেশ্যে বিশেষ প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (০৮ জানুয়ারী) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এই বিতর্ক অনুষ্ঠিত হয়।
এই প্রদর্শনী বিতর্কে স্পিকার ছিলেন ডিবেডিং সোসাইটির সহ-সভাপতি (বাংলা বিতর্ক) শাকিল আহমেদ সবুজ। ‘শীত মানেই আমি’ মোশনে বিতর্কের বিষয়গুলো ছিলো কম্বল, পিঠাপুলি, বিয়ে, পারফিউম, কুয়াশা, শীতের চাঁদর।
বিতার্কিক হিসেবে ছিলেন নাজমুস সাকিব, সায়মা আক্তার, মো: লাবিব রহমান, ফারহা খানম, কিফায়াত উল হক, সূচনা আক্তার।
ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মুহসিন জামিল জানান, “নবীন শিক্ষার্থীদের যুক্ত করার পাশাপাশি, আমরা তাদের সৃজনশীল চিন্তাশক্তি ও মত প্রকাশের দক্ষতাকে উদ্বুদ্ধ করতে এই আয়োজন করেছি। শীতের নানা দিক তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।”
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এমন আয়োজন একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে, যা সৃজনশীল চর্চার পাশাপাশি তাদের শীতকালীন উৎসবমুখর পরিবেশকে রঙিন করে তুলেছে।