The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

কুবিতে বরিশাল মুক্ত দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন

হাছিবুল ইসলাম সবুজ, কুবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরিশাল পাক-হানাদার মুক্ত দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করেছে ‘বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন কুমিল্লা বিশ্ববিদ্যালয়’। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইমুন মিয়ার সঞ্চালনায় সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তানিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষার্থীরা ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে রাখতে মোমবাতি দিয়ে বাংলাদেশের মানচিত্র অঙ্কন এবং এক মিনিটের নিরবতা কর্মসূচি পালন করেন। এছাড়াও মহান মুক্তিযুদ্ধ ও বৃহত্তর বরিশালকে মুক্ত করার পেছনে অবদান রাখা শহীদদের আত্মত্যাগ নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তানিম তার বক্তব্যে বলেন ‘আজ ০৮ ই ডিসেম্বর আমাদের বৃহত্তর বরিশাল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বৃহত্তর বরিশালের বিভিন্ন জায়গা হানাদার মুক্ত হয়েছে। আজকের এই দিনের জন্য অনেক মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন এবং ত্রিশ লাখ শহীদ তাদের রক্তের বিনিময়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইল ভূখণ্ড দিয়ে গেছেন। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের এই আয়োজন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এইদিনে দখলদার পাক বাহিনী অগ্রসরমান মুক্তিযোদ্ধাদের ভয়ে বরিশাল শহর থেকে ডেরা গুঁটিয়ে পালিয়ে যায়। মুক্ত হয় বৃহত্তর বরিশাল।

You might also like
Leave A Reply

Your email address will not be published.