কুবি প্রতিনিধি: ত্রুটিপূর্ণ গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফেরাসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা, পোষ্য কোটা বাতিল, ছাত্রসংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ, এবং সমাবর্তনের নির্দিষ্ট তারিখ ঘোষণা।
রবিবার (০৫ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর ও প্রশাসনিক ভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুবি সময়ন্বক মোজাম্মেল হোসাইন আবির বলেন,“গুচ্ছ ভর্তি পদ্ধতি শিক্ষার্থীদের জন্য ব্যয়বহুল এবং জটিল। তাই আমরা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়া চালুর দাবি জানাই। পাশাপাশি আবেদন ফি কমিয়ে শিক্ষার্থীদের আর্থিক চাপ লাঘব করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে আসন বরাদ্দের ক্ষেত্রে মেধাকেই প্রাধান্য দিতে হবে। পোষ্য কোটা প্রথা বাতিল করা এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “অনতিবিলম্বে ছাত্রসংসদ নির্বাচনের উদ্যোগ নিতে হবে। এটি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া, সমাবর্তনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করে গ্র্যাজুয়েটদের অপেক্ষার প্রহর শেষ করতে হবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পাবেল রানা বলেন, “গুচ্ছ পদ্ধতিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ক্ষুণ্ণ হচ্ছে। এতে কুবি তার নিজস্ব স্বকীয়তা হারাচ্ছে, যা আমাদের জন্য হতাশাজনক।”
তিনি আরও বলেন, “বৈষম্যমূলক পোষ্য কোটা বাতিল করতে হবে এবং মাদকমুক্ত হল ও ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।”
উল্লেখ্য, মানববন্ধন থেকে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত দাবি পূরণের আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।