কুবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (২৭ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন এবং আশেপাশে একটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন। শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের ভীড়ও ছিল চোখে পড়ার মতো।
দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের পরীক্ষা বিশ্ববিদ্যালয়সহ বাহিরের একটি কেন্দ্রে এই পরিক্ষা অনুষ্ঠিত হবে । এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে অংশগ্রহণ করবে ৩ হাজার ৩৮৬ জন।
ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা কমিটি, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সুষ্ঠুভাবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। এর পাশাপাশি ট্রাফিক পুলিশ, রোভার স্কাউটস এবং বিএনসিসির সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে।
উল্লেখ্য, গত ২০ মে মানবিক বিভাগ পরিক্ষা হয়েছিল এবং ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।