কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাঙ্গলকোট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোটে’র (কুসান) নবীন বরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংগঠনটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের ৩০৫ নম্বর রুমে নবীন বরণ অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাদাত হোসাইন, কুমিল্লা আইটি প্যালেসের সত্ত্বাধিকারী নজরুল আমিন, ময়নামতি স্কুল এন্ড কলেজের শিক্ষক ইয়াসির আরাফাত সুজন ও সংগঠনটির সভাপতি রিয়াজুদ্দিন অন্তর।
অনুষ্ঠানের শুরুতেই নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। এরপর নিজেদের অনুভূতি ব্যক্ত করেন নবীন শিক্ষার্থীরা। সবশেষ নবীনদের উদ্দেশ্যে অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য ও চড়ুইভাতির মধ্যদিয়ে শেষ হয় অনুষ্ঠান।
প্রসঙ্গত, কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোট ২০১৫ সালে গঠিত হয়। এবারের নবীনবরণে কুমিল্লার আইটি প্যালেসের পৃষ্ঠপোষকতায় ২৫ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়।
হেদায়েতুল ইসলাম নাবিদ/