হেদায়েতুল ইসলাম নাবিদ, কুবিঃ কুুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ১ম মেরিটের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ৩৬৫ জন। এতে ১ হাজার ৪০ টি আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ৬৭৫টি আসন।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির প্রধান ড. মো. সাইফুর রহমান।
তিনি জানান, প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছে ৩৬৫ জন। এতে আসন ফাঁকা রয়েছে ৬৭৫ টি। ‘এ’ ইউনিটে ভর্তি হয়েছেন ১৫২, ‘বি’ ইউনিটে ১৪৬ এবং ‘সি’ ইউনিটে ৬৭ জন শিক্ষার্থী।
এছাড়াও ‘এ’ ইউনিটে ফাঁকা আছে ১৯৮টি, ‘বি’ ইউনিটে ৩০৪টি এবং ‘সি’ ইউনিটে ১৭৩ টি আসন।
এদিকে এখনো কৌটার মেধাতালিকা প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ড. সাইফুর রহমান জানান, আগামী দুই/তিনদিন পরে পরবর্তী মেধাতালিকা প্রকাশ করা হবে। তবে শেষ মেধাতালিকার আগের মেধাতালিকা থেকে কৌটার মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।