নাবিদ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ফুটবল ক্লাব এই প্রীতি ম্যাচের আয়োজনে করেন। প্রথমার্ধে দুই দল কোন গোল না করে খেলায় সমতা আনে। শেষার্ধে আর্জেন্টিনা একটি গোল করে। এরপর ব্রাজিল এক গোল করেন। ১-১ গোলে ম্যাচটি ড্র হয়।
খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে উত্তেজনা দেখা দেয়।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ে পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান জানান, ‘১৯৮৬ সালে যখন আর্জেন্টিনা জিতে তখন থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। বাংলাদেশে সবচেয়ে বেশি ভক্ত রয়েছে আর্জেন্টিনার, এরপর ব্রাজিলের। ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাবের উদ্যোগে সবাইকে নিয়ে এ দুই দলের সমর্থকদের প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। এটি নি:সন্দেহে একটি ভালো কাজ। এই ম্যাচটি যারা খেলেছে এবং দেখছে তাদের সকলকে জানাই অভিনন্দন।’
অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বিশ্বকাপ উন্মেদনায় বাংলাদেশের পিছিয়ে নেই। তারই প্রেক্ষিতে ফুটবল বিশ্বকাপ আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের যৌথ প্রচেষ্টায় নিজেদের মধ্যে উত্তেজনা বজায় রেখে এই প্রীতি ম্যাচ আয়োজন করেছে। দু’পক্ষের খেলোয়াররা বেশ ভালো খেলেছে। শিক্ষকরা খেলা ভালোবাসে তাই এই ম্যাচে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও খেলেছে এবং দেখেছে।’
নৃ-বিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত বলেন, ‘বিশ্বজুড়ে বিশ্বকাপ জ্বর। সেই জ্বরেরই একটি ধারাবাহিকতায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মাঝে উত্তেজনা কাজ করছে। আজকে রাতে দুই দলেরই খেলা আছে। সেই ধারাবাহিকতায় আজকে কুবিতে অনুষ্ঠিত হয়েছে এই প্রীতি ম্যাচ। যারা ফুটবলকে ভালোবাসে তাদেরই জয় হয়। এখন কে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল এটা নয়। এখানে মূখ্য বিষয় হলো ফুটবলের জয়। সব মিলেয়ে আমার কাছ খুবই ভাল লেগেছে এবং এই ম্যাচে অংশগ্রহণ করেছি। আশা করি, এ ধরনের মনোমুগ্ধকর প্রীতি ম্যাচ সব সময় অনুষ্ঠিত হবে।’
ব্রাজিলের ডিফেন্ডার শওকত বলেন, ‘খেলাধুলাও শিক্ষার একটি অংশ। পুরো বিশ্ব এখন ফুটবল নিয়ে ব্যস্ত। ব্যস্ততা আমাদের কুবিতেও কম নয়। আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ মানেই টানটান উত্তেজনা। আমরা ব্রাজিল দল খুবই ভালো খেলেছি। প্রায় ৮০ শতাংশ আমাদের পায়ে বল ছিল।’
শারমিন মেঘলা নামের এক দর্শক বলেন, ‘আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কুবিতে প্রথম দেখেছি । খুব ভালো লাগছে। এবারের বিশ্বকাপ আজেন্টিনা নেবে, এটা নিশ্চিত।’