ঈশ্বরগঞ্জ, (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচাখিলা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনায় একজন নিহত, দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উচাখিলা এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের আতঙ্কে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কে ভুগছিলেন। ইতোমধ্যে পুলিশ কয়জনকে গ্রেফতার করলেও জামিনে এসে তারা এলাকায় রামরাজত্ব চালিয়ে আসছিল।
মঙ্গলবার দুপুরে সংঘর্ষে শিবপুর গ্রামের আলাউদ্দিনের পুত্র কিশোর গ্যাং সদস্য জিয়ারুল ইসলাম (১৮), আলাদিয়ার আলগী গ্রামের হক মিয়ার পুত্র রাকিবের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে জিয়ারুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাতে সে মারা যায়। এর জের ধরে সন্ধ্যায় আবারও উচাখিলা বাজারে মহড়া দেয়। এ সময় হক মিয়ার পুত্র আব্দুর রাশিদ ও আব্দুল খালেক নামে দুজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি উবাইদুর রহমান জানান, নিহত জিয়ারুল ইসলামের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের উপস্থিতিতে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।