The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

কিউএস র‍্যাঙ্কিং: তালিকায় থাকা বিশ্বসেরা ১০টি বিশ্ববিদ্যালয়

গত বছরের ন্যায় এবারও যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)  বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) ২০২৪ সালের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ।

কিউএসের ওয়েবসাইটে বলা হয়েছে, র‌্যাঙ্কিং তৈরির ক্ষেত্রে এবার তিনটি সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান নিরূপণ করা হয়েছে। সব সূচক মিলিয়ে মোট স্কোর ধরা হয় ১০০। সব সূচকের যোগফলের গড়ের ভিত্তিতে স্কোর তৈরি করা হয়। তিনটি সূচকের মধ্যে পরিবেশগত প্রভাব ৪৫ শতাংশ, সামাজিক প্রভাব ৪৫ ও প্রশাসনিক প্রভাব ১০ শতাংশ ধরে মান নির্ধারণ করা হয়েছে।

এবার বিশ্বের ১ হাজার ৩৯৭টি টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)। এবার বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হয়েছে কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো।

ইউনিভার্সিটি অব টরন্টো প্রতিষ্ঠা লাভ করে ১৮৭২ সালে। বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৫ লাখ ৬০ হাজারের বেশি বিশ্বের বিভিন্ন দেশের গ্র্যাজুয়েট এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বেরিয়েছেন। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৭০০টি বিষয়ে স্নাতক প্রোগ্রামে পড়ানো হয়।

‘কিউএস র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে (ইউসিবি)। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি বা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলি ক্যালিফোর্নিয়ার বার্কলিতে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। ১৮৬৮ সালের ২৩ মার্চ এটি প্রতিষ্ঠিত হয়। এর চৌদ্দটি কলেজ এবং স্কুলগুলতে ৩৫০ টিরও বেশি ডিগ্রী প্রোগ্রাম রয়েছে এবং প্রায় ৩১,৮০০ স্নাতক এবং ১৩,২০০ স্নাতকোত্তর শিক্ষার্থী আছে।

বিশ্বসেরা ১০ বিশ্ববিদ্যালয়ঃ

১. ইউনিভার্সিটি অব টরন্টো;
২. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে (ইউসিবি);
৩. ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার;
৪. ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া;
৫. ইউনিভার্সিটি অব অকল্যান্ড;
৬. ইম্পেরিয়াল কলেজ লন্ডন;
৭. ইউনিভার্সিটি অব সিডনি;
৮. লুন্ড ইউনিভার্সিটি;
৯. ইউনিভার্সিটি অব মেলবোর্ন ও
১০. ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৪ –এর পুরো তালিকা দেখুন এখানে

বিশ্বের সেরা এক হাজারের মধ্যে বাংলাদেশের আছে মাত্র দুটি বিশ্ববিদ্যালয়। তালিকায় বাংলাদেশ থেকে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর দ্বিতীয় স্থানে আছে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এক হাজারের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে ৬৩৭তম স্থানে, আর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে ৯০১ থেকে ৯২০-এর মধ্যে। এ ছাড়া এক হাজারের তালিকায় বাংলাদেশের আর কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় জায়গা পায়নি।

এক হাজারের বাইরে আছে বাংলাদেশের আরও চারটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান।

You might also like
Leave A Reply

Your email address will not be published.