The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

কানাডায় সড়ক দুর্ঘটনাঃ কুমার বিশ্বজিতের ছেলে হাসপাতালে

কানাডার টরেন্টোতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। দেশটির স্থানীয় সময় সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে টরেন্টোর ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত গাড়িটি চালাচ্ছিলেন নিবিড় কুমার। বাকিরা ছিলেন সহযাত্রী। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তৃতীয়জন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

একই সাথে নিবিড় কুমারের আহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্টজনরা।  পারিবারিক সূত্রে জানা গেছে, টরেন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিবিড়। দুর্ঘটনার খবর পেয়েই কানাডার পথে রওনা দিয়েছেন কুমার বিশ্বজিৎ। চিকিৎসকরা তাকে আরও ৬/১৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন।

নিবিড়কে নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.