যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় কাদার ভেতর থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিনায়ক জানান, স্বর্ণের একটি বড় চালান দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হতে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ইছামতি নদীর তীরে অভিযান চালানো হয়। সেখানে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামতে বলা হলে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে ইছামতি নদীর পাড়ে কাদার ভেতর থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ৩৫০ গ্রাম। এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬২ লাখ টাকা।