The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫

কাঁটাতারের বেড়া নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: সীমান্তের ১৫০ গজের ভেতর কোনো অবকাঠামো করার আইন না থাকলেও ভারতের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অসম চুক্তির কারণে জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিজিবি ও স্থানীয় জনগণ শক্ত অবস্থান নেয়ায় কাজ পুরোপুরি বন্ধ রেখেছে বিএসএফ।

রোববার (১২ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নো ম্যান্স ল্যান্ড থেকে ১৫০ গজের ভেতরে যে কোনো উন্নয়ন কাজ করতে পার্শ্ববর্তী দেশকে জানাতে হয়। ভারত সেটা করেনি।

তিনি বলেন, সীমান্ত নিয়ে ভারতের সাথে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বিগত সরকারের আমলে সীমান্তে নানা সুযোগ দিয়েছে। কাঁটাতারের বেড়া করতে দিয়েছে।

কাঁটাতারের বেড়া নির্মাণের ব্যাপারের বাংলাদেশ কঠোর অবস্থানে আছে জানিয়ে উপদেষ্টা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের যোগাযোগ করা হচ্ছে। দুই একদিনের মধ্যে ভারতীয় হাইকমিশনারকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে চাইবে । সীমান্ত নিয়ে যেসব অসম চুক্তি ভারতের সাথে আছে তা বাতিল করা হবে।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে ভারতে ডিজি পর্যায়ের বৈঠক হবে। ইতিমধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে সীমান্তের ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। যেভাবে হোক হোক ছলে বলে কৌশলে সমস্যার সমাধান করা হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.