আল-মামুন, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ঐতিহ্যবাহী হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ফলপ্রকাশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র ঘোষ।
পরীক্ষায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মধ্যে কৃতকার্য/ পাসের হার ৯৯%।
এসময় সহকারি প্রধান শিক্ষক একেএম আজাদ হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভূট্টোলাল গাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড ইয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, পরিচালনা পর্ষদ সদস্য মাস্টার শফিকুল ইসলাম, হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,আ’লীগ নেতা আব্দুস সাত্তার, আব্দুল মাজেত ,অভিভাবকবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ সহ স্থানীয় সুধীজন।