ডেস্ক রিপোর্ট: পতাকা অবমাননা ও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর অতিরঞ্জিত সংবাদ প্রচারসহ বেশ কিছু ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ-ভারত সম্পর্কে। বিদ্যমান পরিস্থিতিতে কলকাতা ডেপুটি হাইকমিশনে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করেছে ঢাকা।
এ নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া না হলেও গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গোপনীয় এক দাফতরিক চিঠিতে কলকাতা ডেপুটি হাইকমিশনকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেয়া হয়েছে। আজ শুক্রবার থেকে সেই নির্দেশ কার্যকরও শুরু করেছে কলকাতা দূতাবাস।
এর আগে, ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের পর এই দূতাবাসে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। ফলে ভিসা দেয়ার সব ধরনের প্রক্রিয়াও বন্ধ হয়ে পড়ে।
তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন ভিসা দেয়া নিয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্রে একই রকমের নির্দেশ আসতে পারে।