তাইওয়ানের জায়ান্ট শিপিং কোম্পানি এভারগ্রিন তাদের ৩১’শ কর্মীদের বিশাল বোনাস দিচ্ছে। গত বছরের শেষ দিকে ৫২ মাসের বেতনের সমান বোনাস দিয়ে প্রতিষ্ঠানটি বেশ আলোচনায় আসে।
এভারগ্রিন আবারও কর্মীদের ১০-১১ মাসের বেতনের সমান বোনাস দেওয়া ঘোষণা দিয়েছে। দুই দফায় এই বোনাস দাঁড়াচ্ছে ৬৩ মাসের বেতনের সমান। অন্যভাবে বললে, প্রায় ৫ বছরের বেতনের সমান কর্মীদের বোনাস দিচ্ছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন> হোটেল ম্যানেজমেন্ট : কোথায় পড়বেন, কী শিখবেন, আয়-রোজগার কেমন
মূলত ২০২২ সালে কর্মীদের পারফরমেন্সের উপর ভিত্তি করে এই বোনাস দিচ্ছে তাইওয়ান বেসড শিপিং কোম্পানিটি।
এ নিয়ে এভারগ্রিন কর্তৃপক্ষ বলেছে, কর্মীদের ব্যক্তিগত পারফরমেন্স উপর ভিত্তি করে এই বোনাস ভাগ করে দেওয়া হবে। এ জন্য কোম্পানিটির ব্যয় হচ্ছে ৯৪ মিলিয়ন ডলার।
বিভিন্ন দেশ থেকে কোভিড-১৯ বিধিনিষেধ উঠে যাওয়ায় ও বিশ্বজুড়ে পরিবহন খরচ বাড়ায় জাহাজে পণ্য পরিবহন সেবা প্রদানকারী বৈশ্বিক প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে আগের বছরের তুলনায় ৩৯ দশমিক ৮২ শতাংশ বেশি।