The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

করোনা পরিস্থিতি ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে জবি প্রশাসন

করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এসময়ে সশরীরে নাকি অনলাইনে ক্লাস চালু রাখা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজ বুধবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় আমরা অনলাইনে ক্লাস শুরু করবো নাকি সশরীরে এই বিষয়ে আজ দুপুর আড়াইটার সময় উপাচার্যের নেতৃত্বে একটি মিটিং আছে। সেখানে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এর আগে, করোনার প্রকোপ বাড়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে। যদিও এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তারা বলেছেন, এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো বলছে, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে তারা ক্লাস-পরীক্ষা চালু রাখবেন। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেবিষয়ে কঠোরভাবে তদারকি করবেন তারা।

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৯৫ ভাগ শিক্ষক-শিক্ষার্থী করোনার ভ্যাকসিন নিয়েছেন। সুতরাং বিশ্ববিদ্যালয় বন্ধের কোনো যৌক্তিকতা নেই।

সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে করোনার প্রকোপ বেড়েছে সারাদেশে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের হার। করোনার নতুন ধরন ওমিক্রনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩০ জন। মন্ত্রিপরিষদ বিভাগ ১১টি বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে মাস্ক ব্যবহারে কঠোরতা, সভা-সমাবেশ বন্ধ ও গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলার বিষয়ে জোর দেয়া হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.