আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর সপ্তাহখানেক বাকি। তবে এরইমধ্যে জমে উঠে উঠেছে নির্বাচনী প্রচারণা। যতই ঘনিয়ে আসছে সময় ততই প্রধান দুই প্রার্থী ডেমোক্র্যাট কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বাগযুদ্ধ তীব্র হচ্ছে।
কয়েকদিন আগে ডেমোক্র্যাট প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রাম্পকে ফ্যাসিবাদী বলে অভিহিত করেছেন। এছাড়া কমলার সমর্থকরা সাবেক প্রেসিডেন্টকে জার্মানির ফ্যাসিবাদী একনায়ক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন।
কমলা হ্যারিস ও তার সমর্থকদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ট্রাম্প এবার বোমা ফাটালেন। সোমবার (২৮ অক্টোবর) রাতে জর্জিয়ায় এক সমাবেশে ট্রাম্প কমলা হ্যারিসকে ‘ফ্যাসিবাদী’ বলে আখ্যা দিয়েছেন।
জর্জিয়ায় সমর্থকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি নাৎসিদের বিপরীত। তিনি বলেন, ‘কমলা ও তার প্রচারণা শিবিরের সর্বশেষ লাইন হলো, যে তাকে (হ্যারিস) ভোট দিচ্ছে না সে নাৎসি।’
এর আগে গত সপ্তাহে দ্য আটলান্টিকের এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে অ্যাডলফ হিটলারের নাৎসি জেনারেলদের প্রশংসা করেছিলেন ট্রাম্প। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা জন কেলি নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ফ্যাসিবাদীর সংজ্ঞার সঙ্গে ট্রাম্প মানানসই।
এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় কমলা হ্যারিস সিএনএন টাউন হলে বলেছিলেন, তিনি মনে করেন— ট্রাম্প একজন ফ্যাসিবাদী এবং যারা তাকে এই বিষয়ে সবচেয়ে ভালো জানেন তাদেরকে বিশ্বাস করা উচিত। সাম্প্রতিক দিনগুলোতে হ্যারিস তার প্রচারণায় আটলান্টিকের প্রতিবেদন এবং কেলির মন্তব্যকে বার বার ব্যবহার করছেন।
এরই পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেন, ‘কমলা এখন অনেক খারাপ কাজ করছেন। তিনি ও তার প্রচারণা শিবিরের নতুন লাইন হলো যে তাকে ভোট দিচ্ছে না সে একজন নাৎসি।’
ট্রাম্প বলেন, আমার বাবা শিখিয়েছেন কখনো ‘নাৎসি’ শব্দটি উচ্চারণ না করতে। তিনি সব সময় বলতেন— কখনো নাৎসি শব্দটি ব্যবহার করো না। কখনো হিটলার শব্দটি ব্যবহার করবেন না।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি নাৎসি নই। আমি নাৎসিদের বিপরীত।’ এসময় কমলা হ্যারিসকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘সে একজন ফ্যাসিবাদী, ঠিক আছে? তিনি একজন ফ্যাসিবাদী।’