ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আড়াই মাসের বেশি হলো। এখনও কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি এলইডি সাইনবোর্ডে দেখা গেছে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগান। বিষয়টি দেখে স্টেশন থাকা যাত্রীরা যেমন অবাক হয়েছেন, তেমনই অবাক স্টেশন তথা রেলওয়ের কর্মকর্তারা। বিষয়টি তদন্ত করে মামলার নির্দেশ দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার (২৬ অক্টোবর) সকালের দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের বাইরের গেটের (এক্সিট গেট) ওপরের এলইডি সাইনবোর্ডে দেখা গেছে, ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা বারবার ভেসে আসছে। যেখানে সবসময় যাত্রীদের জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া থাকতো ও রেলওয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হতো।
ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আমরা সিসি ক্যামেরা দেখে ৩ জনকে শনাক্ত করেছি। তারা বাইরে থেকে কোনো একটা মাধ্যমে আমাদের লেখাটা পরিবর্তন করে দিয়েছে। আমরা বিস্তারিত আপনাদের জানাবো।
বিষয়টি জানতে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফকে একাধিক কল করেও সাড়া পাওয়া যায়নি।