পার্থক্য হয়ে পড়ে জন্মে
লেখক: মোহাম্মদ মহিউদ্দিন
পৃথিবীতে আগমনীর দিন
সবাই বলে জন্মদিন ।
জন্মদিনের ঘটনা
যে জন্মে, সে জানে না।
জন্মের পর মা হারা শিশুরা
এতিম অভাগা পায় অবহেলা।
পার্থক্য হয়ে পড়ে জন্মে।
কেউ জন্মে অসুস্থতা নিয়ে।
কারো জন্ম বিকলাঙ্গ দেহে
কেউ জন্মে বস্তিতে কারো জন্ম প্রাসাদে
কেউ জন্মের পর পড়ে থাকে ডাস্টবিনে।
পার্থক্য হয়ে পড়ে জন্মে।
কারো জন্ম ঋণের বোঝা নিয়ে
কারো জন্ম সোনার চামচ মুখে
কেউ বাস করে গ্রামে কারো বাস শহরে
কারো জন্ম এশিয়ায় কেউ জন্মে আফ্রিকায় কারো জন্ম ইউরোপে কেউ জন্মে আমেরিকায়
পার্থক্য হয়ে পড়ে জন্মে।
কারো মাথায় উঠে রাজমুকুট
পরাজিত হয়ে পড়ে জন্মে।
ধীরে ধীরে বয়স বাড়ে
নাম লিখায় জগত সংসারে।
বয়স বাড়ে বুদ্ধি জ্ঞান বাড়ে
কাজকর্মের পরিধি বৃদ্ধি হতে থাকে।
পার্থক্য হয়ে পড়ে জন্মে।
গুটি কয়েক ভাগ্যবান সৃষ্টিকর্তা মেহেরবান
বাধা বিপর্যয় করে অতিক্রম
চিনিয়ে আনতে পারে বিজয়।
বিজয়ের স্বাদ হয়ে পড়ে বিষাদ
পদে পদে লেগে থাকা অভিশাপ
জন্ম যেন আজন্ম পাপ।
পার্থক্য হয়ে পড়ে জন্মে।
অতিক্রম করতে ক্ষণজন্মার প্রয়োজন
ঘুরে দাঁড়াতে লাগে অধ্যবসায় ও পরিশ্রম।
তাই বলে কেউ সফল হয়নি এমন নয়
অনেকে করেছেন জন্মের বাধা অতিক্রম
পৃথিবীকে করেছেন আলোকিত।
রেখেছেন অনেক মানবিক অবদান
পেয়েছেন যোগ্য সম্মান।