কবিতা – অল্পে তুষ্টি
কাজী গোলাম মোস্তফা
শুনরে বাছাধান,
সর্বক্ষণেই চিত্তে হবে
সুখের বরিষণ।
নিত্য সুখে চিত্ত যখন
মগ্ন হয়ে রয়,
সদানন্দে মনোদ্বন্দ্বের
হয়রে অবক্ষয়।
পারিস যদি বাপ,
হীমেল বায়ে শান্ত হবে
হিংসা ব্যধির তাপ।
ধর্ম সফল কর্ম মাঝে
মর্ম জানা চাই,
দয়ার চেয়ে অধিক ধর্ম
ধর্ম গ্রন্থেও নাই।