ডেস্ক রিপোর্ট: মেলবোর্নে অস্ট্রেলিয়ার ইনিংসের দশম ওভারের শেষে ভিন্ন এক ঘটনা দেখা যায়। যা ক্রিকেট বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। অভিষিক্ত অস্ট্রেলিয়ার ওপেনার স্যাম কনস্টাসকে প্রান্ত বদলের সময় ধাক্কা দেন বিরাট কোহলি। এমন ঘটনা মুহূর্তেই সমালোচনার জন্ম দেয়। তবে অপ্রীতিকর এই ঘটনার পর অবশ্য পার পেয়ে যাননি কোহলি।
ম্যাচ চলাকালীনই সেই ঘটনার পর ধারাবিবরণীতে থাকা রিকি পন্টিং বলেছিলেন, আইসিসিকে অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। কোহলির এমন কান্ডে যে তিনি শাস্তি পেতে যাচ্ছেন তা অনেকেই ধারণা করেছিলেন। অবশেষেই তাই হলো, মেলবোর্নে প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি কোহলি তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছেন, সেই সঙ্গে ১টি ডিমেরিট পয়েন্ট ও পেয়েছেন কোহলি।
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে কোহলি নিজের দোষ শিকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির ধারার ২.১২ ভঙ্গের কারণে এই শাস্তি পেয়েছেন কোহলি।
মূলত ম্যাচের দশম ওভার শেষে দুই দলের ক্রিকেটাররা প্রান্ত বদল করেছিলেন, তখন কনস্টাসকে ধাক্কা দেন কোহলি।
একে অন্যের সঙ্গে ধাক্কা লাগলে কোহলির দিকে তাকিয়ে কিছু একটা বলতে দেখা যায় কনস্টাসকে। দুজনের বাক্য বিনিময় লম্বা হতে দেননি আরেক ওপেনার উসমান খাজা ও অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ।