ডেস্ক রিপোর্ট: কক্সবাজারে শহীদ এ টি এম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমির নামে দেওয়া ১৫৫ দশমিক ৭০ একর বনভূমির বরাদ্দ বাতিল করেছে সরকার। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় এ বরাদ্দ বাতিল করে। জাফর আলম (প্রয়াত) মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের ভাই। ২০১৬ সালে নিয়ম বহির্ভূতভাবে এ বনভূমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দিয়েছিল আওয়ামী লীগ সরকার।
বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশে যে পরিমাণ বনভূমি দরকার, তা নেই। তাই যতটুকু বনভূমি টিকে আছে, তা রক্ষা করতে সরকার সাংবিধানিকভাবে অঙ্গীকারবদ্ধ। যার কারণে বনভূমির এ বন্দোবস্ত বাতিল করা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৬ সালে রামু উপজেলার খুনিয়াপালং মৌজায় ১৫৫ দশমিক ৭০ একর জমি শহীদ এ টি এম জাফর আলম ক্যাডেট কলেজের নামে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেওয়া হয়। এ জমি ৭৭ লাখ ৭ হাজার ১৫০ টাকা মূল্য নির্ধারণ করে ৭ লাখ ৭০ হাজার ৭১৫ টাকা মূল্যে বন্দোবস্ত দেওয়া হয়। পরে শহীদ এ টি এম জাফর আলম ক্যাডেট কলেজের নাম পরিবর্তন করে শহীদ এ টি এম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমি নাম দেওয়া হয়। ভূমি মন্ত্রণালয়ের বরাদ্দপত্রে দেশের অন্যতম জীববৈচিত্রসমৃদ্ধ বনভূমিকে অকৃষি খাসজমি হিসেবে দেখানো হয়েছে।
এতে বন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে আপত্তি জানিয়েছিল বন বিভাগ। এ ছাড়া খুনিয়াপালং মৌজায় বন্দোবস্ত দেওয়া ১৫৫ দশমিক ৭০ একর এ জমি গেজেটভুক্ত রক্ষিত বনভূমি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শহীদ এ টি এম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমির নামে ১৫৫ দশমিক ৭০ একর বনভূমি নিয়মবহির্ভূতভাবে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দিয়েছিল আওয়ামী লীগ সরকার। পরে বর্তমান অন্তর্বর্তী সরকার দ্বায়িত্ব নেওয়ার পর এ বন্দোবস্ত বাতিলের অনুরোধ জানিয়ে গত ২১ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়কে চিঠি দেয়।
চিঠিতে বলা হয়, বনভূমি রক্ষার মাধ্যমে ওই অঞ্চলের প্রতিবেশ ব্যবস্থা টিকিয়ে রাখতে এ বন্দোবস্ত বাতিল করা প্রয়োজন। পরে গত ১০ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয় শহীদ এ টি এম জাফর আলম ক্যাডেট কলেজের অনুকূলে দেওয়া ১৫৫ দশমিক ৭০ একর ভুমির বন্দোবস্ত বাতিল করে।
ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মাসুদ কামাল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বন্দোবস্ত বাতিল করা হয়। চিঠিতে বলা হয়েছে, বন্দোবস্তকৃত জমিটি গেজেটভুক্ত বনভূমি হওয়ায় এ বন্দোবস্ত বাতিল করা হয়েছে।