The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪

কক্সবাজারে সিএনজির ধাক্কায় টমটম চালকের মৃত্যু

তাফহীমুল আনাম, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় অটোরিকশা ( সিএনজি) এর ধাক্কায় ব্যাটারি চালিত টমটম চালক নিহত হয়েছেন।

সোমবার (৭ নভেম্বর) সকালে শহরের সোসাইটিপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রেজাউল করিম (৩০)। সে ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী গ্রামের মৃত আবু ছৈয়দের ছেলে।

পুলিশ জানায়, টমটম চালক রেজাউল করিম যাত্রী নিয়ে চকরিয়া শহর থেকে ফাঁসিয়াখালীর দিকে যাচ্ছিলেন । এসময় দ্রুতগতির একটি সিএনজি সড়কের বক্সরোড থেকে ছিটকে গিয়ে টমটমকে ধাক্কা দেয়। এতে টমটম চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা বেগতিক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় সে মারা যায়।

চিরিংগা হাইওয়ে থানার পরিদর্শক মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত সিএনজি ও টমটম জব্দ করা হয়। আহত টমটম চালক সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে বলে জেনেছি । এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. অপরাধ ও শৃঙ্খলা
  3. কক্সবাজারে সিএনজির ধাক্কায় টমটম চালকের মৃত্যু

কক্সবাজারে সিএনজির ধাক্কায় টমটম চালকের মৃত্যু

তাফহীমুল আনাম, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় অটোরিকশা ( সিএনজি) এর ধাক্কায় ব্যাটারি চালিত টমটম চালক নিহত হয়েছেন।

সোমবার (৭ নভেম্বর) সকালে শহরের সোসাইটিপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রেজাউল করিম (৩০)। সে ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী গ্রামের মৃত আবু ছৈয়দের ছেলে।

পুলিশ জানায়, টমটম চালক রেজাউল করিম যাত্রী নিয়ে চকরিয়া শহর থেকে ফাঁসিয়াখালীর দিকে যাচ্ছিলেন । এসময় দ্রুতগতির একটি সিএনজি সড়কের বক্সরোড থেকে ছিটকে গিয়ে টমটমকে ধাক্কা দেয়। এতে টমটম চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা বেগতিক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় সে মারা যায়।

চিরিংগা হাইওয়ে থানার পরিদর্শক মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত সিএনজি ও টমটম জব্দ করা হয়। আহত টমটম চালক সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে বলে জেনেছি । এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন