The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

কক্সবাজারে এনজিও কর্মীর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার শহরের পশ্চিম বাহার ছড়া এলাকায় নিশাত আহম্মেদ নামের এক এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উন্নয়ন সংস্থা (এনজিও) ইউএনডিপিতে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বাহার ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিশাত আহম্মেদের বাড়ী চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকায়। তার বয়স আনুমানিক ২৫ বলে জানা গেছে।

এদিকে স্থানীয় প্রতিবেশীদের ধারণা তিনি আত্মহত্যা করেছেন তিনি। বিকেলের দিকেও নিশাত আহম্মেদকে তারা দেখেছেন।রাতে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। স্থানীয়রা কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

গফুর সওদাগরের মালিক জানান,গত একমাস আগে ভবনের তৃতীয় তলায় একটি বাসা ভাড়া নেন, নিশাত সেখানে একা থাকতেন। তার কাছ থেকে কোন পরিচয় পত্র বা কোনো ধরনের কাগজ পত্র নেন নি। নেই কোনো ভাড়াটিয়া চুক্তিনামাও।

নাম প্রকাশে একটি সূ্ত্র বলছে, প্রেমিকের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। এর জের ধরে আত্মহননের পথ বেঁচে নিয়েছেন তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

নিশাত আহম্মেদ এর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.