The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

ওয়াশিংটনে রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জহুরুল, সেক্রেটারি রক্সি

রাবি প্রতিনিধি: টগবগে যৌবনে পেরিয়ে অনেকেই এখন প্রৌঢ় বয়সে পড়েছেন। কিন্তু রাবির প্রতি আন্তরিকতা ও ভালোবাসা যেন এতটুকু ম্লান হয়নি তাঁদের। অনুষ্ঠানে এসে কেউ খুঁজে পায় তাদের শিক্ষক, বন্ধু, বড় ভাই-বোনকে। প্রবাসে যেখানে বাংলাদেশী মানুষ পেলে উচ্ছাসের ঘাটতি থাকে না, সেখানে ক্যাম্পাসের পরিচিত জনকে পেয়ে যেন আনন্দ-উল্লাসের কমতি ছিল না অনুষ্ঠানে উপস্থিত সকলের।

‘এসো মিলি শেকড়ের টানে, রাবিয়ানরা একসাথে’ এই স্লোগানে গত ২৯ জুলাই (শনিবার) বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ওয়াশিংটন ডিসি।একইসাথে সংগঠনের কাজ বড় পরিসরে করতে গঠন করা হয় নতুন কমিটি।

অনুষ্ঠানে অ্যালামনাই ও উপস্থিত সকলের সম্মুখে ভোটের মাধ্যমে অ্যাসোসিশনের সভাপতি নির্বাচিত হন জোহুরুল ইসলাম এবং সেক্রেটারি হন আজিমা আজমল (রক্সি)। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন ড. মোহাম্মদ কাসেম ও ড. এন্তাজুল ইসলাম।

অনুষ্ঠান আবু জাফর ও সাংবাদিক জাহিদ রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার পূর্বের পরিসংখ্যান বিভাগের ছাত্র ড. কাশেম। তিনি ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন দশক ধরে অধ্যাপনা করেন। এখন তিনি প্রফেসর ইমিরেটস। বক্তব্যে তিনি স্মরণ করেন ক্যাম্পাসে ফেলে আসা দিনগুলি, সহপাঠী ও সহকর্মীদের কথা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার অধ্যাপক এন্তাজুল ইসলাম জানান, ছাত্র জীবন, শিক্ষকতা ও প্রশাসনের দায়িত্ব পালনে তাঁর অভিজ্ঞতা। তিনিই ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সেক্রেটারি।

এদিকে অধ্যাপক ড. আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয়ের সময় জীবনের সুন্দর সময় বলে অবহিত করেন।

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ কাসেম, অধ্যাপক ড. এন্তাজুল ইসলাম ও অধ্যাপক ড. আতিয়ার রহমান। সাবেক রাবিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলি সিদ্দিক, জোহুরুল ইসলাম, মো. জাহিদুর রহমান, মো. আবু জাফর, মো. হেলাল, মোহাম্মদ সালাউদ্দিন, মঞ্জুরুল আলম, ড. সাদ আহমেদ, ড. ফিরোজ কবির, ড. রিপন, মোহা. মরসেদ, এস. এম. জাহিদুর রহামান, হালিমা কাসেম, খানম তুহফা হক, জেসমিন কবির, হেলেনা পারভীন, আজিমা আজমাল, আরিজা মাহিদ (টিবা), জান্নাতুল ফেরদৌস জনি, নিতু রহমান, বিউটি করিম ও ড. ফরিদা ইয়াসমিন প্রমুখ।

অনুষ্ঠানে বাচ্চাদের জন্য ছিল ‘যেমন খুশি তেমন সাজো’। পুরুষরা সুঁই সুতায় মালা গেঁথে ভালোবাসার বন্ধনে স্ত্রীদের গলায় মালা পরিয়ে দেয়। আর ঈদের আমেজকে জাগিয়ে তুলতে মেয়েরা হাতে দেয় মেহেদী। পরে বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক রেজিস্টার ড. এন্তাজুল ইসলাম।

অনুষ্ঠানে আয়োজিত র‍্যাফেল ড্রতে ৫০ ইঞ্চি টেলিভিশন জিতে নেন শিল্পী ড. সীমা খান।উল্লেখ্য, র‍্যাফেল ড্র স্পন্সর করেন রিয়েলেটর মো. মজিবুল হক।

এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলাপচারিতা ও পারস্পরিক পরিচিতি। তাছাড়া অনুষ্ঠানে গান পরিবেশন করেন ওয়াশিংটন ডিসির জনপ্রিয় শিল্পী অসিম রানা, ড. সীমা খান, বুলবুলি ইসলাম, মাসুদ রহমান প্রমুখ।

প্রসঙ্গত, ২০২১ সালে ২৩ অক্টোবর পিকনিক এবং আহ্বায়ক কমিটির মাধ্যমে পথ চলা শুরু হয় সংগঠনটির। গেল বছর ১০ ডিসেম্বর পিঠা উৎসবও করে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ওয়াশিংটন ডিসি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.