বাংলাদেশের ব্যাটসম্যানদের আজ যেন মাইলফলক ছোঁয়ার দিন ছিল!
আয়ারল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে সবার আগে মাইলফলকের দেখা পান তামিম ইকবাল। ব্যক্তিগত ১৪ রানে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলকের দেখা পান তামিম। এরপর লিটন তাঁর ৭০ রানের ইনিংসে দেখা পান ওয়ানডেতে যৌথভাবে বাংলাদেশের হয়ে দ্রুততম ২ হাজার রানের মাইলফলকের। এরপর মুশফিকুর রহিম।
প্রথম ওয়ানডের দুর্দান্ত ফর্ম দ্বিতীয় ম্যাচেও টেনে এনে এই সংস্করণে ৭ হাজার রানের মাইলফলকের দেখা পান মুশফিক। শুধু কী তাই, ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এখন তাঁর! বাংলাদেশের ইনিংসের শেষ বলে ১ রান নিয়ে ৬০ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি। এর আগে এই সংস্করণে ২০২১ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক।