The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

এসএসসি পরীক্ষার্থীদের সততার সাথে পরীক্ষা দেওয়ার পরামর্শ শায়খ আহমাদুল্লাহর

সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়েছে।

পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ, একই সাথে নকল এড়িয়ে সততার সাথে পরীক্ষা দেওয়ারও পরামর্শও দিয়েছেন তিনি।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে তিনি বলেছেন, ‘এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। পরীক্ষার্থীদের পরীক্ষা সহজ হোক, সে দোয়া রইলো’।

তিনি ওই ফেসবুক পোস্টে আরো বলেন, ‘ফলাফল যা-ই হোক, আল্লাহর উপর ভরসা রেখে সততার সাথে পরীক্ষা দিতে পারাটাও একটা পরীক্ষা। সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চাই আল্লাহর ভয় ও একটা সৎ মন। মহান আল্লাহ জীবনের শুরু থেকেই সততা চর্চার তাওফিক দান করুন’।

এ বছর সব শিক্ষা বোর্ডে অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী। এ বছর মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি। এবার মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২০৭ টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.