The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫

এসএসসি উত্তীর্ণদের ডাচ্‌-বাংলা ব্যাংক বৃত্তি দিচ্ছে, মাসে ২৫০০

২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে বেসরকারি ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড। এই বৃত্তির জন্য শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ বৃত্তির মেয়াদ আগামী দুই বছর। এসএসসি উত্তীর্ণ কোনো শিক্ষার্থী এ শিক্ষাবৃত্তি পেলে এইচএসসি পর্যন্ত সে আর্থিক সহায়তা পাবে।

মঙ্গলবার (১৪ মে) থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুন পর্যন্ত আবেদনের সুযোগ পাবে।

আবেদনের যোগ্যতাঃ এই শিক্ষাবৃত্তির জন্য সিটি করপোরেশন ও জেলা শহর এলাকার অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ–৫ থাকতে হবে। গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ ৪ দশমিক ৮৩ থাকতে হবে।

বৃত্তির অর্থ কতঃ উচ্চমাধ্যমিক বা এইচএসসি পড়ার সময় প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ২ বছরে মোট ৬০ হাজার টাকা। পাঠ্য উপকরণ কিনতে প্রতিবছর ২ হাজার ৫০০ টাকা এবং পোশাকের জন্য ১ হাজার টাকা করে অনুদান।

বৃত্তির অন্যান্য শর্তঃ

** যেসব শিক্ষার্থী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছে, সে এ বৃত্তির যোগ্য বলে বিবেচত হবে না;

** গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা ৯০ শতাংশ নির্ধারিত থাকবে;

** মোট বৃত্তি শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।

আবেদনের সময় কী কী লাগবেঃ 

** আবেদনকারীর পাসপোর্ট রঙিন ছবির স্ক্যান কপি

** আবেদনকারীর মা–বাবার পাসপোর্ট রঙিন ছবির স্ক্যান কপি

** এসএসসি–সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।

আবেদন কীভাবেঃ আবেদনপ্রক্রিয়া ডাচ্‌-বাংলা ব্যাংকের ওয়েবসাইট  থেকে আবেদন করতে হবে। চূড়ান্ত ফল ওয়েবসাইটে জানানো হবে।

প্রাথমিকভাবে বাছাই শিক্ষার্থীদের তালিকা প্রকাশ: ১২ জুন ২০২৪

You might also like
Leave A Reply

Your email address will not be published.