এসএসসি পরীক্ষায় এবার যশোর শিক্ষাবোর্ডে যেমন পাসের হার বেড়েছে, তেমনি বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। তবে জিপিএ-৫-এর সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে।
এই শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ। যা গত বছর ছিল ৯৩ দশমিক ৯ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ জন। যা গত বছর ছিল ১৬ হাজার ৪৬১। এটি গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ।
সোমবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টায় যশোর প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এসব তথ্য উপস্থাপন করেছেন।
তিনি বলেন, ‘খুলনা বিভাগের দুই হাজার ৫৪৯ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৯৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এক লাখ ৭২ হাজার ৮৩ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৬৯ হাজার ৫০১ জন। যাদের মধ্যে পাস করেছে এক লাখ ৬১ হাজার ৩১৪ জন। পাসের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ।’
যশোর শিক্ষাবোর্ডের অধীনে এবার ৫১৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে; অর্থাৎ শতভাগ পাস। আর শতভাগ ফেল করেছে এক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।