ডেস্ক রিপোর্ট: ‘নির্বাচন হচ্ছে এমন একটা সিস্টেম’ যেখানে যারা বাথরুমে ফ্ল্যাশ করতে পারে না, তারা নির্ধারণ করে শহরের মেয়র কে হবে’-ফজলুর রহমান বাবুর এমন সংলাপ দিয়ে শুরু হয় তিন মিনিটের ট্রেইলার। ১০৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে যেতেন নাসির উদ্দিন খান। নিজেই বস্তিতে আগুন লাগিয়ে দিয়ে ত্রাণ নিয়ে হাজির হন। অর্থ পাচার করে দুবাইয়ে কেনেন ফ্ল্যাট। সবাই তার কার্যকলাপে বিরক্ত। অনেকেই বলছেন, এমন সময় দরকার একটি অরাজনৈতিক নেতৃত্ব। ট্রেইলারে উঠে এসেছে গুমের ঘটনাও। এক দেশ ছেঁড়ে পালিয়ে যান নাসির উদ্দিন।
২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। ধারাবাহিকটির গল্পে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ উন্মোচনে চেষ্টা করেছেন ফারুকী। এক যুগের বেশি সময় পর ফারুকী এবার ফিরছেন ‘৪২০’ এর ডাবল আপ ‘৮৪০’ নিয়ে। ট্যাগলাইনে লেখা হয়েছে, ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। তবে এবার কেবল টিভির পর্দাতেই না, ৮৪০ দেখা যাবে সিনেমা হলে ও ওটিটিতে। গতকাল ট্রেলার রিলিজ করে এমনটা জানালেন নির্মাতা।
৮৪০ সিনেমায় অভিনয় করেছেন মারজুক রাসেল, জাকিয়া বারী মম, বিজরী বরকতউল্লাহ, শাহরিয়ার নাজিম জয়, নাদের চৌধুরী, তানজিম সাইয়ারা তটিনী, আশুতোষ সুজন প্রমুখ।
ট্রেলার রিলিজ হলেও এটি কবে এবং কোথায় দেখা যাবে তা জানানো হয়নি। আজ সিনেমার পোষ্টার রিলিজ দেওয়ার কথা। এরপর জানানো হবে মুক্তির তারিখ।