The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫

এবার বাঘের চামড়া খুলে শুকাতে দিল রংপুর!

ডেস্ক রিপোর্ট: চামড়া ছাড়ানো অবস্থাই বটে! বিপিএলে উড়তে থাকা রংপুর রাইডার্সকে থামাতে খুলনা টাইগার্সের সমীকরণ আসে এমন— ৩ ওভারে দরকার ২২ রান, হাতে তখনও ৭ উইকেট। কুড়ি কুড়ির ক্রিকেটে অমন ম্যাচ কেউ হারে! মেহেদী হাসানের খুলনা পারেনি। ১২ রানের ব্যবধানে ৬ উইকেট খোয়ানো টাইগার্সরা হারে ৮ রানে। তারপরই রাইডার্সদের ওই মজা।

রংপুর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি গ্রাফিকস ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি বাঘ তার গায়ের চামড়া খুলে রোদে শুকাচ্ছে। ছবির মাঝে সাদা কালিতে লেখা, ‘গরম লাগছে।’ ক্যাপশন ছিল আরও রসের, ‘ঐ বাঘ মামা, না প্লিজ!’

এতটুকু দেখেও যারা বুঝতে পারেননি কাদের উদ্দেশ্য করে এই ছবি। তাদের জন্য আরও বিস্তারিত লিখেছে রংপুর। বিপিএলের এবারের আসরের ২০তম ম্যাচ নিয়েই তাদের রসিকতা। ওই পোস্টে হাজারও মানুষের কমেন্টস। ছবিটি শেয়ারও হয়েছে কয়েক হাজার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়ছিল রংপুর। উড়তে থাকা নুরুল হাসান সোহানের দল ৫ উইকেট হারিয়ে এদিন জমা করে ১৮৬ রান। বড় লক্ষ্যও একসময় মামুলি বানিয়ে ফেলেছিল খুলনা। কিন্তু শেষের ধসে জামা খুলে রাখার অবস্থা। ১৮ বলে ২২ রানের সমীকরণ মেলাতে গিয়েই টাইগার্সদের লেজেগোবড়ে। ১৬৪ রান পর্যন্ত ৩ উইকেট নিয়ে এগোনো খুলনা ১৭৮ অবধি যায় ৯ উইকেট হারিয়ে। রোমাঞ্চ ছাড়ানো ম্যাচে রংপুর তাদের অজেয় যাত্রা ধরেও রাখে। টাইগার্সদের জামা খুলে শুকাতে দেওয়ার দিনে টেবিলের শীর্ষও পোক্ত করেছে বেশ।

এবার বিপিএলে মাঠের মতো মাঠের বাইরেও সরব রংপুর। টানা জয়ের মাঝে থাকা রাইডার্সদের ফেসবুক পেজে প্রতিটি জয়ের পর ছাড়া হয় মজার মজার পোস্ট। আগে ‘বরিশালের লঞ্চে ধাক্কা’ ‘পোস্ট ডিলিট কর, সমস্যা হবে’ — এমন ফটোকার্ডও বেশ হাসির খোরাক জন্মে ছিল।

You might also like
Leave A Reply

Your email address will not be published.