The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

এবার জাবি উপাচার্যের নামে ভুয়া ই-মেইল

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) উপাচার্য অধ্যাপক নুরুল আলমেট নামে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট খুলে তা দিয়ে পরিচিতদের কাছে বিভিন্ন ভুয়া বার্তা পাঠিয়ে বিভ্রান্ত করছে একটি প্রতারক চক্র। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন উপাচার্য।

বুধবার (১ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বার্তার মাধ্যমে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছেন।

বার্তায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন এই মেইল আইডি তাঁর নয়। কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে মাননীয় উপাচার্যের নামে এ ভুয়া আইডি খুলে মাননীয় উপাচার্যের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ কাজ করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ কাজের তীব্র নিন্দা জানাচ্ছেন এবং অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়ে এই ভুয়া মেইল আইডির যে কোনো তথ্য আমলে না নেওয়ার অনুরোধ জানাচ্ছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.