স্পোর্টস ডেস্ক: মেলবোর্নের পর এবার সিডনি টেস্টেও আলোচনার কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে তিনি অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) শুরু হওয়া ম্যাচে একটি বিতর্কিত মুহূর্ত দেখা যায় ম্যাচের অষ্টম ওভারে। বিরাট কোহলি তখন ব্যাটিংয়ে নামেন ভারতের ১৭ রানে ২ উইকেট হারানোর পরে। স্কট বোল্যান্ডের প্রথম বলেই স্লিপে দাঁড়ানো স্টিভেন স্মিথ ক্যাচ ধরার দাবি করেন। অস্ট্রেলিয়া দল জোরালো উদযাপন শুরু করলেও আম্পায়ার সৈকত নিশ্চিত ছিলেন না ক্যাচের বৈধতা নিয়ে। সৈকত তৃতীয় আম্পায়ারের সাহায্য চান। দায়িত্বে থাকা জোয়েল উইলসন রিপ্লেতে দেখেন, বল স্মিথের হাতে যাওয়ার আগে মাটিতে ছুঁয়ে ছিল। ফলস্বরূপ কোহলিকে নট আউট ঘোষণা করা হয়।
মধ্যাহ্ন বিরতিতে স্মিথ তার হতাশা প্রকাশ করে বলেন, ১০০ ভাগ নিশ্চিত ওটা ক্যাচ ছিল। কিন্তু সিদ্ধান্ত আম্পায়ারের।
তবে শূন্য রানে জীবন পাওয়া কোহলি খুব বেশি দূর যেতে পারেননি। দিনের দ্বিতীয় সেশনে ১৭ রান করে বোল্যান্ডের বলেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন।
এর আগে মেলবোর্ন টেস্টেও সৈকত আলোচনায় ছিলেন। সেখানে টিভি আম্পায়ারের দায়িত্বে থেকে একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে প্রশংসা কুড়ান। স্নিকো মিটারের তথ্য নাকচ করে নিজের পর্যবেক্ষণে যশস্বী জয়সাওয়ালকে আউট ঘোষণা করেছিলেন। সিডনিতে ভিন্ন ভূমিকা পালন করলেও উভয় ক্ষেত্রেই তার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে। বাংলাদেশি আম্পায়ারের এই নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ ক্রিকেটবিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।