The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫

এবারের আইফোন ১৫ সিরিজের দাম কত?

আসছে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উন্মুক্ত হতে যাচ্ছে আইফোন ১৫ সিরিজ। জমকালো এক ইভেন্টের মাধ্যমে আইফোনের ১৫ সিরিজের ফোনগুলো ছাড়াও অ্যাপল ওয়াচ ৯ সিরিজ, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ উন্মুক্ত  হতে পারে।

এবারের আইফোন ১৫ (iPhone 15) সিরিজে থাকচে চমক। অনেকেই বলছেন আইফোন ১৫ আলট্রা নামে নতুন মডেলের ফোন আসতে যাচ্ছে এবার প্রথম। তাছাড়া ১৫ সিরিজে থকছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ ম্যাক্স। তবে বলে রাখা ভাল  প্রো ম্যাক্স মডেলের নাম আইফোন ১৫ আলট্রাও হতে পারে।

আইফোনের চমক থাকে চিপসেটের নতুনত্বে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আইফোন ১৫ (iPhone 15) সিরিজের ফোন গুলোতে থকবে এ১৭ বায়োনিক চিপসেট। যা পারফরম্যান্স কয়েকগুণ বাড়িয়ে তুলবে বলে আশা অ্যাপেলের।

এছাড়া আইফোন ১৫ ((iPhone 15)) তে থাকবে নতুন অ্যাকশন বাটন। যা কাস্টমাইজ করা যাবে যেমন- ফোকাস মোড অন করা, ফোন সাইলেন্স করার ফ্ল্যাশলাইট, ক্যামেরা লঞ্চ, ভয়েস রেকর্ডিং শুরু করা ইত্যাদি।

স্টোরেজের দিক দিয়ে আইফোন ১৫ প্রো ম্যাক্স-এ ৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ অফার করতে পারে। যেখানে আল্ট্রা ভ্যারিয়েন্টটি ৮ জিবি র‍্যাম এবং ২ টিবি স্টোরেজের সাথে আসতে পারে। এছাড়াও এই মডেলগুলো ইউজারদের একটি উন্নত ফটোগ্রাফির অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিয়ে অসাধারণ ক্যামেরা ক্ষমতা প্রদান করবে।

iPhone 15 Price in Bangladesh : আইফোন ১৫ এর দাম-

>> আইফোন ১৫ : ৭৯৯ ডলার থেকে শুরু হবে, যা অপরিবর্তিত থাকবে।
>> আইফোন ১৫ প্লাস : ৮৯৯ ডলার থেকে শুরু হবে, যা অপরিবর্তিত থাকবে।
>> আইফোন ১৫ প্রো : ১,০৯৯ ডলার থেকে শুরু হবে তবে ১০০ ডলার বাড়তে পারে।
>> আইফোন ১৫ প্রো ম্যাক্স : ১,২৯৯ ডলার থেকে শুরু হবে যা ২০০ ডলার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস এর ক্যামেরা-

বিভিন্ন প্রতিবেদন থেকে যা যানা যাচ্ছে তা হলো এই দুই মডেলের ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সোনির এই সেন্সরের কম আলোতে ভাল ছবি তোলার অসাধরণ ক্ষমতা আছে। এছাড়া ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে। ৪৮ মেগাপিক্সেল ছাড়াও ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স থাকছে।

আইফোন ১৫ প্রো এর ক্যামেরা
নতুন আইফোন ১৫ প্রো মডেলটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। পাশাপাশি ১৩.৪ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ও ১২.৭ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেন্সর থাকছে।

আইফোন ১৫ প্রো ম্যাক্স এর ক্যামেরা
আইফোন ১৪ প্রো ম্যাক্সের মতোই ক্যামেরা সেটআপ থাকবে আইফোন ১৫ প্রো ম্যাক্স-এ। তবে এতে একটি নতুন টেলিফটো পেরিস্কোপ জুম সেন্সর দেওয়া হবে। যা আগের মডেল থেকে এই মডেল থেকে আলাদা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.