এবারও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘একক’ ভর্তি পরীক্ষা হচ্ছে না
আসছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ‘একক’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছিলো শেষ অবদি তা বাস্তবায়ন হচ্ছে না বলে জানা যাচ্ছে। নতুন পদ্ধতিতে ‘একক’ ভর্তি পরীক্ষা নিতে ইউজিসি গত ৩১ অক্টোবর ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক পর্যায়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৩’–এর একটি খসড়া চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠালেও সেটি চূড়ান্ত হয়নি।
শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, এবারও আগের মতো গুচ্ছ ভিত্তিতেই ভর্তি পরীক্ষা হবে। ইউজিসির চেয়ারম্যানের রুটিন দায়িত্বে থাকা সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীরও আসন্ন শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে বলে জানিয়েছেন।
কয়েকদিন আগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষাপ্রক্রিয়া শুরু হবে এবার। কিন্তু ‘একক’ ভর্তি পরীক্ষার খসড়া এখনও অধ্যদেশ আকারে প্রকাশ না হওয়ায় এই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া কঠিন হয়ে যাবে।
এ বিষয়ে অধ্যাপক মুহাম্মদ আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘একক’ ভর্তি পরীক্ষাসংক্রান্ত অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন তাঁরা। পরবর্তী পদক্ষেপ নেবে মন্ত্রণালয়। কিন্তু তখন পর্যন্ত এটি চূড়ান্ত হয়নি। দ্রুত অধ্যাদেশ না হলে এবার নতুন এই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া কঠিন বলেও জানিয়েছিলেন তিনি।
ইউজিসির মূল্যায়ন হলো, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমে নানান জটিলতা, দীর্ঘসূত্রতা, শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তাহীনতা ও দুর্ভোগ, অতিরিক্ত অর্থ ব্যয় এবং সময়ক্ষেপণ হয়। এ জন্য বিদ্যমান ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার আবশ্যক। রাষ্ট্রপতিও সমন্বিত একক ভর্তি পরীক্ষা চালুর অভিপ্রায় ব্যক্ত করেছেন। সে অনুযায়ী উদ্যোগ নেওয়া হলেও তা এ শিক্ষাবর্ষেও আলোর মুখ দেখছে না বলে মনে করেন অনেকে।
এ রকম পরিস্থিতিতে আসন্ন শিক্ষাবর্ষ থেকে সমন্বিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার উদ্যোগ নেয় সরকার। পরিকল্পনা অনুযায়ী, নতুন নিয়মে তিন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) শিক্ষার্থীদের জন্য তিনটি আলাদা পরীক্ষা নিয়ে একটি ‘স্কোর’ দেওয়ার কথা। এর মানে হলো, বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে কোনো পরীক্ষা নিতে পারবে না।
বর্তমানে দেশে ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আলাদা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউজিসি এসকল বিশ্ববিদ্যালয় গুলোকে নিয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করে।
তবে ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি গুচ্ছভুক্ত হয়, তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট, কুয়েট ও রুয়েট) আরেকটি গুচ্ছে এবং কৃষি ও কৃষিশিক্ষাপ্রধান সাতটি বিশ্ববিদ্যালয় অপর একটি গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে।