The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫

এনসিটিবির সামনে হা-মলার প্রতিবাদে আয়োজিত মিছিলে এবার পুলিশের লাঠিচার্জ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে গতকালের হামলার প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতা’ আয়োজিত মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্টসহ সাত জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আহতরা হলেন— ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট বাবু (৫৪), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেবুলা (২৫), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইভান তাহসীব(২২), নুরুজ্জামান (২২), সুমাইয়া (২৩), পঙ্কজ নাথ (৩০), পথচারী বাবুল (৩৫)।

তাদের নিয়ে আসা রিয়াদ জানান, গতকাল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পথে শিক্ষা ভবনে সামনে আমাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এতে আমরা কয়েকজন আহত হই। প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ছেড়ে দিয়েছেন ঢামেকের চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সাতজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা দিয়ে দুই পক্ষের কর্মসূচি চলাকালে গতকাল হাতাহাতি এবং পরে হামলার ঘটনা ঘটে। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ বলছে, তাদের ওপর হামলা করেছে স্টুডেন্ট ফল সভারেন্টি নামের একটি সংগঠন। হামলায় অনেকে আহত হন। যদিও স্টুডেন্টস ফর সভারেন্টি অভিযোগ অস্বীকার করেছে। ওই হামলার প্রতিবাদে আজকের মিছিলের আয়োজন করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.