জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। তিনি এত দিন এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে ফরহাদুল ইসলামকে এনসিটিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি গত ডিসেম্বরে অবসরোত্তর ছুটিতে যাওয়া অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহার স্থলাভিষিক্ত হচ্ছেন।
শিক্ষার বিভিন্ন দপ্তরের মধ্যে এনসিটিবি গুরুত্বপূর্ণ একটি সংস্থা। এনসিটিবির মাধ্যমেই সারা দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাক্রম প্রণয়ন করা হয়। আর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যের বইও দেওয়া হয় এ সংস্থার মাধ্যমে।
এদিকে আগেই নিয়োগ পাওয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে আজ যোগ দিয়েছেন নেহাল আহমেদ। এই পদটি শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদ। নেহাল আহমেদ এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।