এক সময়ের ব্যস্ত চিত্রনায়ক আমিন খান এখন পুরোপুরি চাকরিজীবী। এখন দিন কাটে তার করপোরেট ব্যস্ততায়।
তবে অভিনয়ে স্বরব না থকলেও তিনি একেবারেই বিদায় নেননি। অভিনয়ে তিনি এখনো একক নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিয়ে জাচ্ছেন। পাশাপাশি সিনেমায়ও অনিয়মিত কাজ করছেন।
জনপ্রিয় এ চিত্রনায়কের আজ জন্মদিন। তবে দিনটিতে বিশেষ কোনো আয়োজন নেই তার। এ দিনেও সব সময়ের মতো অফিস করবেন বলে জানিয়েছেন।
জন্মদিন প্রসঙ্গে আমিন খান বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া, সুস্থভাবে এখনো জীবনযাপন করছি। আজ ঘরোয়া আয়োজনে দিনটি পালন করব। এখানে শুধুই পরিবারের সদস্যরা থাকবে। তবে প্রযুক্তির কল্যাণে শুভাঙ্ক্ষীরাও শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন, এটা অনেক আনন্দের। কেউ কেউ উপহারও পাঠাচ্ছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থভাবে সামনের দিনগুলো অতিক্রম করতে পারি।’
এদিকে আমিন খান অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটক’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া সামনে কয়েকটি ওয়েব সিরিজ ও একক নাটকের শুটিং করবেন বলে জানিয়েছেন।