The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪

এক দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান

জাবি প্রতিনিধি: এক দফা দাবি আদায়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন। সেই দাবির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রবিবার (৪ আগস্ট) দুপুর ১১টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে সমবেত হয়। পরে একটি মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী স্কুল, কলেজ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়েল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জাবি শাখার অন্যতম সমন্বয়ক আহসান লাবিব বলেন, এক দফা দাবিতে রাস্তায় নেমেছি। স্বৈরাচার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। গনভবন জনগনের ভবন, সেখানে স্বৈরাচারির অবস্থান সেখানে হবে না। আমরা জনগনকে মুক্তি দিতে নতুন মুক্তিযুদ্ধ শুরু করেছি। জনগনকে রাস্তায় নামার অনুরোধ জানাচ্ছি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.